বলিউডের পর্দায় শাহরুখ খান এবং কাজলের জুটি মানেই ভক্তদের জন্য এক দারুণ রোমাঞ্চ। রোমান্সের রাজা শাহরুখের সঙ্গে কাজলের পর্দায় রসায়ন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। আজও শাহরুখ-কাজলকে একসঙ্গে পর্দায় দেখতে আগ্রহী সিনেমাপ্রেমীরা। তবে এই জুটির ঘনিষ্ঠতা নিয়ে একসময় অজয় দেবগনের মনে তৈরি হয়েছিল অস্বস্তি।
তখনকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম তেমন সক্রিয় না থাকলেও ভক্তদের উচ্ছ্বাস থেমে থাকেনি। ই-মেইলের মাধ্যমে অজয় দেবগনের কাছে বারবার পৌঁছাত ভক্তদের অনুরোধ, যেন তিনি কাজলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। একদিকে স্ত্রী কাজলের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন, আর অন্যদিকে ভক্তদের এই অনুরোধ, অজয়ের মনের মধ্যে তীব্র অস্বস্তির জন্ম দিয়েছিল।
শুধু তাই নয়, প্রযোজক-পরিচালকদের কাছ থেকেও ক্রমাগত প্রস্তাব আসতে থাকে শাহরুখ-কাজল জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য। বক্স অফিসে তাদের জুটির সিনেমা মানেই বিপুল সাফল্য। তবে শাহরুখের একটি প্রস্তাবে কাজলকে অনুমতি দিতে অজয় দ্বিধায় পড়ে যান। এমনকি একবার শাহরুখ নিজে এসে অজয়ের কাছে অনুমতি চাইতে গেলে তাকে খালি হাতে ফিরতে হয়।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতির বদল আসে। শাহরুখও বুঝতে পারেন, পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখা উচিত। একপর্যায়ে অজয়েরও মানসিকতায় পরিবর্তন আসে। শাহরুখ-কাজল জুটির মধুর বন্ধুত্বের পথ মসৃণ হয়। তাদের দুজনকে নিয়ে পরবর্তীতে নির্মিত হয় ‘দিলওয়ালে’, যা আবারও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে।
লগইন
শাহরুখ-কাজল জুটির রোমাঞ্চে বিব্রত অজয়! ভক্তদের চাপেই একসময় বিরতি । ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!