অভিনেত্রী ও মডেল লামিমা লাম, যারা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে সবার নজরে আসেন, তাদের জন্য নতুন খবর। মডেলিং ও পার্শ্বচরিত্রে আগে থেকেই নিয়মিত কাজ করলেও এবার ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করে দর্শকদের ভালোবাসা ধরে রাখতে সচেষ্ট রয়েছেন। সম্প্রতি, তিনি একটি নতুন ওয়েব ফিল্ম ‘টাকার মেশিন’ শেষ করেছেন, যা শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রচার হবে। এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জিন্নাহ।
‘টাকার মেশিন’ ওয়েব ফিল্মে লামিমা একটি প্রবাসীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এতে প্রবাসীর জীবনযুদ্ধ ও অর্থ উপার্জনের সংগ্রামের পাশাপাশি তার পারিবারিক এবং মানসিক যুদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে। লামিমা জানান, “গল্পটি একেবারেই আলাদা এবং এটি প্রবাসীদের জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলবে।”
বর্তমানে নাটক ও ওয়েব সিরিজ দুই মাধ্যমেই কাজ করে চলেছেন লামিমা। তিনি আরও বলেন, “আমি এখনও স্টার হতে পারিনি। অভিনয়ে শতভাগ দিতে পারলে দর্শক আমাকে মনে রাখবে।” তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’, ‘গুড বাজ’, ‘লতা অডিও’ এবং ‘ফিমেল ২’ সহ অনেক ওয়েব ফিল্ম।
লামিমার নতুন এই কাজটি যে দর্শকদের মন জিতে নেবে, তা নিয়ে তিনি আশাবাদী। “অভিনয়ে ভালো কাজের মাধ্যমেই দর্শকের ভালোবাসা অর্জন করতে চাই,” বলেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!