তিনটি মাধ্যমেই এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেতা খায়রুল বাসার। নাটক, ওটিটি, সিনেমায় একসঙ্গে কাজ করলেও নাটকের জন্যই বেশি সময় দিচ্ছেন তিনি। এর মধ্যে ব্যাটে-বলে মিললে তাকে দেখা যায় ওয়েবে কিংবা সিনেমাতেও। ইতিমধ্যে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বাসার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।
সম্প্রতি, মাকসুদুল হক ইমুর পরিচালনায় একটি জনসচেতনতামূলক প্রজেক্টে অংশ নিয়েছেন খায়রুল বাসার, যেখানে তার সঙ্গী ছিলেন সাফা কবির। এটি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর উদ্যোগে তৈরি। কাজটি নিয়ে বাসার বলেন, “এই ধরনের একটি জনসচেতনতামূলক কাজে অংশ নিতে পেরে ভালো লেগেছে।”
এছাড়াও, সম্প্রতি কিছু নাটকের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। রঙের শহর, বীভৎস ভুবন, স্বপ্নচারিণীসহ আরো বেশ কিছু নাটকের শুটিং সম্পন্ন করেছেন যা শিগগিরই প্রকাশিত হবে। সিনেমা এবং ওটিটি নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, “কমার্শিয়াল চাপ না থাকা এমন কিছু সিনেমা করেছি, যেগুলো ভিন্নমাত্রার। আমি ইতিহাস নির্ভর বা সাহিত্যকেন্দ্রিক সিনেমা করতে ভালোবাসি। যেমন, ‘কাজলরেখা’ করেছি, যা মৈমনসিংহ গীতিকাকে নিয়ে তৈরি। এটি আমাদের সাহিত্যের বিশাল অংশ। এছাড়া জীবনানন্দ দাশের বিশ্লেষণমূলক সিনেমা ‘বনলতা সেন’ করেছি।”
তিনি আরো বলেন, “কমার্শিয়াল সিনেমা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এতে সময় এবং আলাদা প্রস্তুতির প্রয়োজন হয়। আমি অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছি, অন্য কোনো ব্যবসা নেই। তাই কাজ থেমে থাকলে চলা সম্ভব নয়।”
খায়রুল বাসার জানিয়েছেন, সামনে ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে শুটিং পরিকল্পনা চলছে। ইতিমধ্যে মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদসহ আরও কিছু পরিচালকের সাথে নতুন প্রজেক্ট নিয়ে কথা চলছে। শিগগিরই শুটিং শুরু করবেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা, ‘বনলতা সেন’ ও ‘সাড়ে তিন হাত ভূমি’। মাসুদ হাসান উজ্জ্বল ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই সিনেমা দুটিতে খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও ললনা নূর।
মন্তব্য করার জন্য লগইন করুন!