"ফাইল আটকে ঘুষ আদায়" - এমন খবর আমরা প্রায়ই দেখতে পাই। নিজেদের অবস্থানের অপব্যবহার করে অনেকেই সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ আদায় করে।
ঠিক এমনই একজন ঘুষখোর কর্মচারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক "কাঁটা"।
রিয়াদ মাহমুদের লেখা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি আগামীকাল ১২ই জুলাই বঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
নাটকের মূল চরিত্র ফজলু একজন সরকারি কর্মচারী। মানুষের কাজে বাধা সৃষ্টি করে ঘুষ আদায় করে সে। তার এই উপরি আয়ের ফলে তার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে।কিন্তু হঠাৎ একদিন খাওয়ার সময় তার গলায় একটি মাছের কাঁটা বিঁধে যায়।এই কাঁটা থেকেই শুরু হয় ফজলুর জীবনে এক অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন। এছাড়াও আরও অভিনয় করেছেন সোলায়মান খোকা, টুইঙ্ক ক্যারোল, সাইফুল ইসলাম রাফি এবং সুষমা সরকার।
মন্তব্য করার জন্য লগইন করুন!