গতকাল মুক্তি পেয়েছে দুটি বড় বাজেটের সিনেমা - 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' এবং 'লাল সালাম'।
'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া'
শহীদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত, সিফরা নামের রোবটের চরিত্রে কৃতি, বিজ্ঞানী চরিত্রে শহীদ প্রথম দিনে ভারতে আয় করেছে ৬.৭ কোটি রুপি, বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৯২ শতাংশ ,ভালোবাসা দিবসে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে
'লাল সালাম'
মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা,প্রথম দিনে আয় করেছে ৪.৩০ কোটি রুপি, রজনীকান্ত অভিনীত সব চলচ্চিত্রের তুলনায় সর্বনিন্ম, সমালোচকদের আশাবাদ, সামনে আয় বাড়তে পারে, স্পোর্টস-ড্রামা ঘরানার, পরিচালনা করেছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত, ক্যামিও চরিত্রে রজনীকান্ত
'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' প্রথম দিনে এগিয়ে, লাল সালাম' এর আয় পরবর্তী দিনগুলোতে বাড়তে পারে, দুটি সিনেমার ভাগ্য নির্ভর করছে দর্শকদের উপর
লগইন
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!