পাকিস্তানের বহুল আলোচিত ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির, যা শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে ৫ নভেম্বর এআরআই টেলিভিশনে, যা পরে ইউটিউবে প্রকাশিত হয়। ইউটিউবে প্রকাশের দুই দিনের মধ্যেই শেষ পর্বটি ২ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে।
ধারাবাহিকটির কাহিনিতে বেকার এক তরুণ থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং স্ত্রীর অব্যাহত সমর্থন দেখানো হয়েছে, যা অনেক দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে, শেষ পর্বটি দেখে অনেক দর্শক আবেগে ভেসে গেছেন। এ ধারাবাহিকটি প্রযোজনা করেছে বিগ ব্যাং এন্টারটেইনমেন্ট এবং ২ জুলাই থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল।
সমাপ্তির পর, সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া তুঙ্গে। কেউ কেউ ধারাবাহিকটিকে পাকিস্তানের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, বাংলাদেশের দর্শকরাও শেষ পর্ব নিয়ে মন্তব্য করেছেন। ঢাকার এক দর্শক বলেন, "পুরো ধারাবাহিক দেখে দারুণ সন্তুষ্টি পেলেও শেষ পর্বটা যেন একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে মনে হয়েছে।"
‘কাভি মে কাভি তুম’ তার অনবদ্য গল্প ও অভিনয়ের মাধ্যমে কেবল পাকিস্তানেই নয়, সারা দক্ষিণ এশিয়ার দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!