তামিল সুপারস্টার ধানুশ তার নতুন সিনেমা ‘ইডলি কাদাই’ নিয়ে হাজির হচ্ছেন। নিজের পরিচালনায় এই সিনেমা আগামী ২০২৫ সালের ১০ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমার পোস্টার শেয়ার করে এমনটাই ঘোষণা করেছেন তিনি।
‘ইডলি কাদাই’ ধানুশের পরিচালনায় তৃতীয় সিনেমা, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নিথ্যা মেনন। সিনেমার পোস্টারে একটি গোল পাতার মাটির ঘরের ছবি দেখা যায়, যেখানে ধানুশ ঘরের দিকে হেঁটে যাচ্ছেন এবং তার সামনে রয়েছে তামিল ভাষায় লেখা সাইনবোর্ড।
ইনস্টাগ্রামে সিনেমার পোস্টার শেয়ার করে ধানুশ ক্যাপশনে লিখেছেন, “ইডলি কাদাই আসছে ২০২৫ সালে, তামিল নববর্ষে।” এর পরেই ভক্তরা মন্তব্য বক্সে শুভকামনা জানান এবং সিনেমা সম্পর্কে তাদের আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, ধানুশ অভিনীত শেষ সিনেমা ‘রায়ান’ বক্স অফিসে ১৬০ কোটি রুপি আয় করে এবং সফলতা অর্জন করে।
‘ইডলি কাদাই’ এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
লগইন
ধানুশের নতুন সিনেমা ‘ইডলি কাদাই’ আসছে ২০২৫ সালে। ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!