আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’। অন্যদিকে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতায় দেশের গন্ডি ছাড়িয়ে ভারতেও নিজের শক্ত আসন গড়েছেন। একইদিনে দুই বাংলায় মুক্তি পাবে তার দুটি সিনেমা।
‘পেয়ারার সুবাস’ সিনেমাটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এর প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ।
অন্যদিকে ‘ভূতপরী’ নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।
দুই সিনেমাতেই জয়ার অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। জয়া আহসান নিজেও দুটি সিনেমায় তার অভিনয় নিয়ে আশাবাদী।
‘পেয়ারার সুবাস’ সিনেমাটিতে জয়া একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করছেন পরিচালক নুরুল আলম আতিক।
‘ভূতপরী’ সিনেমাটি একটি রহস্যময় গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। জয়া এতে একজন রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে জয়ার অভিনয় দর্শকদের মনে দাগ কাটবে বলে আশা করছেন পরিচালক সৌকর্য ঘোষাল।
দুই সিনেমাই মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। দুই সিনেমাই কি দর্শকদের আশা পূরণ করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!