কিছুদিন আগে খবর ছড়িয়েছিল ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন তিনি।
এবারও তাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। তবে বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।
অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেছেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। তবে আমাদের পরিকল্পনা চলছে। এই বছর হয়তো আনতে পারি।
শাহরুখের আসা না আসা নিয়ে যখন দোলাচলে শাহরুখ ভক্তরা, তখনই নড়ে চড়ে বসতে পারেন শাহিদ কাপুর ও রণবীর সিং ভক্তরা।
বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা ও টিএম নেটওয়ার্ক এই দুজনের যে কোন একজনকে দেশে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে কাকে বাংলাদেশে দেখতে চান? গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ফেসবুকে পোল ছেড়েছেন।
ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনো সময় পেরিয়ে যায়নি বলে জানান তারা।
গানবাংলা সূত্রে জানা যায়, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে।
তাদেরই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস। কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও।
টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করেছেন তারা।
মন্তব্য করার জন্য লগইন করুন!