ফারাবী রহমান জুয়েল।। চারদিকে এতো পদত্যাগ আর সংস্কার দেখে মনে হলো এখনোই আমাদের দাবী আদায়ের সময় হয়ে এসেছে।
দেশ সংস্কারের সাথে সাথে সরকারের সকল সেক্টরও সংস্কার হচ্ছে। এই মহুর্তে চাঁদপুর শিল্পকলা একাডেমির সংস্কার হওয়া উচিৎ। চাঁদপুরের বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের প্রধান এবং শিল্পীদের প্রাণের দাবি। চাঁদপুর শিল্পকলা একাডেমির পূর্বের প্রশিক্ষণ শাখার সকল শিক্ষকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তারা নিজ অবস্থান থেকে পদত্যাগ করুক।
একই শিক্ষক জেলা শিল্পকলা, উপজেলা শিল্পকলা, শিশু একাডেমিসহ সকল সরকারি প্রতিষ্ঠানে শিক্ষাগতা করছে। এতে করে নতুন প্রজন্মের আমরা যারা সংস্কৃতি চর্চা নিয়েই আছি, তারা বঞ্চিত হয়ে পরছি কাজের থেকে।
চাঁদপুর জেলায় অনেক গুনী নৃত্য শিল্পী ও প্রশিক্ষক থাকা সত্ত্বেও কেনো ঢাকা থেকে একজন নৃত্য শিক্ষক নিয়োগ দেওয়া হলো! এবং যে কিনা চাঁদপুর এসে শিল্পকলার নাম দিয়ে চাঁদপুর আরো বেশ কিছু সংগঠনে শিক্ষক হিসেবে বসে আছে।
আমাদের দাবী একটাই পুরোনো সকল প্রশিক্ষক ও একাধিক সরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছেন এবং নির্বাহী কমিটির দায়িত্বে যারা আছেন, তারা নিজ ইচ্ছাতেই পদত্যাগ করে নতুনদের সুযোগ করে দিবেন।
এই বিষয়ে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক এবং জেলা কালচারাল অফিসারের সু-দৃষ্টি কামনা করছি।
মন্তব্য করার জন্য লগইন করুন!