লিউড অভিনেত্রী মালাইকা অরোরা নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। ২০১২ সালের এক মারামারির মামলায় সাক্ষী হিসেবে তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হলেও, তা এড়িয়ে যাওয়ায় মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে। অভিযোগ অনুযায়ী, সেখানে বলিউড তারকা সাইফ আলী খান, তাঁর বন্ধু বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ এক শিল্পপতি ইকবাল শর্মার উপর শারীরিক হামলা চালান। ওই সময় মালাইকা অরোরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে তাঁর সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ বলে গণ্য হচ্ছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন কারিনা কাপুর, করিশমা কাপুর, অমৃতা অরোরা এবং ডিজাইনার বিক্রম পড়নিশও। আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনায় ২০১৪ সালে একাধিক ধারায় মামলা হয় এবং ২০১৭ সালে সাইফের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত আঘাতের’ অভিযোগ আনা হয়। সাইফ আলী খান পরে ২০২৩ সালে এই মামলায় বেকসুর খালাস পান।
তবে মামলার বিচার কার্য এখনো শেষ হয়নি। অন্যান্য অভিযুক্তদের বিচার চলছে এবং আদালত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মালাইকাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলেও তিনি আদালতে হাজির হননি, ফলে জারি হয় পাঁচ হাজার রুপির জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।
এর আগে, মালাইকার বোন অমৃতা অরোরা আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন এবং দাবি করেন, ওই রাতে উল্টো শিল্পপতি ইকবাল শর্মা সাইফ আলী খানকে আঘাত করেন। এখন দেখার বিষয়, মালাইকা আদালতে কী বক্তব্য দেন এবং সেটি মামলার মোড় কোন দিকে ঘোরায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!