বিনোদন প্রতিবেদক:
প্রতিভাবান দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান এবার একসঙ্গে অভিনয় করছেন একটি ওয়েব ফিল্মে। দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তবে রূপ দিচ্ছেন জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন। নতুন এই প্রজেক্টের নাম ‘তুমি আমি শুধু’, যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে আগামী ঈদে বা তার ঠিক পরেই।
পরিচালক জানান, ৮ মে বুধবার ঢাকার মিরপুরে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এরপর কক্সবাজারে হবে দ্বিতীয় ধাপের কাজ। সবকিছু ঠিক থাকলে ২১ মে’র মধ্যেই শুটিং শেষ করবেন তিনি।
গানের জুটি থেকে অভিনয়ের জুটি
দুজনেই সংগীতজগতে পরিচিত মুখ হলেও এর আগে আলাদাভাবে শিহাব শাহীনের প্রজেক্টে অভিনয় করেছেন—
প্রীতম ছিলেন ‘মানুষ দূরে থুইয়া’-তে
জেফার ছিলেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’-এ
এই প্রথমবার একসঙ্গে বড় একটি প্রজেক্টে জুটি হচ্ছেন তাঁরা। পরিচালক বললেন, "অনেক আগেই ভাবছিলাম ওদের নিয়ে ছবি করব। যদিও তখন কেউই অভিনয়ে নিয়মিত ছিলেন না। এখন ওদের অভিনয় দেখে একসঙ্গে কাজ করার আগ্রহ আরও বেড়েছে।"
গল্পে প্রেম, দ্বন্দ্ব ও স্বাধীনতার টানাপোড়েন
ছবির গল্প আবর্তিত হবে একটি মেয়ের নিজের পছন্দকে ঘিরে তৈরি দ্বন্দ্ব ও জটিলতাকে কেন্দ্র করে। শিহাব শাহীন জানান, “এটা আসলে প্রেমের গল্প, তবে খুব সাধারণ নয়। সময়োপযোগী ও ভাবনার খোরাক জোগায় এমন কিছু দর্শক দেখতে পাবেন।”
প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে, আর জেফার ছিলেন ‘অ্যালেন স্বপন সিজন ২’-এ।
মন্তব্য করার জন্য লগইন করুন!