নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইংকেল খান্না এবার হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায়—টক শো সঞ্চালক হিসেবে। অ্যামাজন প্রাইম ভিডিওতে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাঁদের নতুন অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে গত সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় শোটির ট্রেলার। সেখানে বলিউডের প্রথম সারির তারকাদের ঝলক দেখা গেছে। এক ঝলকেই উপস্থিত ছিলেন আমির খান, সালমান খান, গোবিন্দা, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর ও জাহ্নবী কাপুর। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পুরো শোতে অতিথিদের তালিকা হবে আরও সমৃদ্ধ।
ট্রেলার উন্মোচনের দিনে কাজল ও টুইংকেলের প্রাণবন্ত মেজাজ দর্শকদের মুগ্ধ করে। টুইংকেল মজার ছলে জানান, “আমরা বন্ধু নই, আমরা বোন। একে অপরকে নিয়ে হাসিঠাট্টা করি, আবার ভরসাও দিই—এটাই আমাদের আসল সম্পর্ক।” তাঁর এই বক্তব্যে কাজলও সায় দেন।

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কাজল বলেন, “চিরাচরিত টক শোয়ের ধারা ভেঙে আমরা মজাদার ও খোলামেলা আড্ডার পরিবেশ তৈরি করেছি। এখানে তারকারা তাঁদের জীবনের সত্যিকারের গল্প শেয়ার করবেন।”
শাহরুখ খানকে ঘিরে এক মজার ঘটনার কথাও শেয়ার করেছেন টুইংকেল। তাঁর ভাষায়, “শাহরুখ আমাদের অনুষ্ঠানে এসেছিল। আমরা প্রশ্ন করলাম, কিন্তু উত্তর না দিয়েই বাথরুমে চলে গেল। পরে হতাশ হয়ে ওর কাটআউট এনে অনুষ্ঠানে রেখেছিলাম।” এ ঘটনায় দর্শক-সাংবাদিকরা হেসে ওঠেন।
অতিথিদের মধ্যে সবচেয়ে বিনোদন দিয়েছেন গোবিন্দা—এমনটাই জানিয়েছেন কাজল। তাঁর মতে, “গোবিন্দা বস গোবিন্দা। তিনি এক ট্রেন্ড, এক আইকন। তাঁর নাচ এখনো সবার প্রিয়।”
ওটিটি থেকে বড় পর্দা—সবখানেই এখনো সমান দাপট বজায় রেখেছেন কাজল। অন্যদিকে, অভিনয় ছেড়ে অনেক আগেই লেখালিখি ও অন্যান্য কাজে মন দিয়েছেন টুইংকেল। দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই তারকার নতুন টক শো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’–এর নতুন পর্ব প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার।
মন্তব্য করার জন্য লগইন করুন!