মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে এবার ইউটিউব শর্টসে 'রিমিক্স' নামের নতুন ফিচার যুক্ত হয়েছে।
আপনি আপনার প্রিয় মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে পারবেন।আপনি ভিডিও থেকে শব্দ ব্যবহার করতে পারবেন।আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন।
- 'রিমিক্স' অপশনে ট্যাপ করুন।
- চারটি বিকল্প থেকে পছন্দ করুন: সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট, কোলাব
শর্টস নির্মাতাদের ভিডিওর জনপ্রিয়তা বাড়বে। তাদের আয়ও বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে, টিকটক থেকে বেশ জনপ্রিয়তা পাবে ইউটিউব 'শর্টস'।
এই ফিচারটি ইউটিউব শর্টসকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং টিকটকের সাথে এর প্রতিযোগিতা বৃদ্ধি করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!