ছোট পর্দার জনপ্রিয় মুখ আনন্দ খালেদ। একযুগের বেশি সময় ধরে দর্শকদের মাতিয়ে আসছেন এই অভিনেতা। দীর্ঘ এই ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্ট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনন্দ জানান, একজন অভিনেতা হিসেবে তিনি সব ধরনের কাজ করতে চান এবং নিজের দক্ষতাকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আনন্দ খালেদ বরাবরই নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে কমেডি চরিত্রে তার ভক্তদের আলাদা একটা ভালোবাসা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সব ধরনের কাজ করতেই ভালোবাসি, কারণ একজন অভিনেতার কাছে মূলত গল্পটাই আসল। ভালো গল্প হলে আমি নাটক, সিনেমা, ওটিটি যেকোনো মাধ্যমে কাজ করতে প্রস্তুত। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে চেনাতে চাই। যেমন সম্প্রতি ‘চিঠি দিও’, ‘কাপল অব ক্যাম্পাস’, ‘আইজ্যাক লিটন’-এর মতো কিছু কাজ করেছি, যেগুলো দর্শকদের দারুণ সাড়া পেয়েছে।”
কাজের জন্য পারিশ্রমিক নয়, ভালো গল্পই মুখ্য বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, “একজন প্রকৃত অভিনেতা অর্থের জন্য নয়, বরং গল্পের জন্য কাজ করে। ভালো একটি গল্প হলে পারিশ্রমিক ছাড়াই কাজ করতে প্রস্তুত থাকেন অনেকে। কিন্তু কেউ যদি শুধু অর্থের জন্য ভালো গল্প ছেড়ে দেয়, তাহলে তার মাধ্যমে অভিনয়ের সেই গভীরতা ফুটে ওঠে না।”
দেশের নাটকের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী আনন্দ খালেদ। তার মতে, বর্তমানে ইউটিউব নাটক এবং তরুণ নির্মাতাদের আগমনে ইন্ডাস্ট্রি দ্রুত এগিয়ে যাচ্ছে। দর্শকের চাহিদা পূরণে নতুন নতুন কনটেন্টের উৎপাদন বাড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি আশার আলো।
আনন্দ খালেদের জনপ্রিয়তার দ্যুতি শুধু নাটকেই নয়, সিনেমাতেও ছড়িয়ে পড়েছে। ‘ছুঁয়ে দিলে মন’, ‘বিশ্ব সুন্দরী’ সিনেমাগুলোতে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। পাশাপাশি ওটিটির ‘নেটওয়ার্কের বাইরে’-এর মতো ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!