আমি একজন শিল্পী, প্রকৃতি ও প্রাণীপ্রেমী। মাঝে মাঝে চোখে পড়ে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার করি। কিছুদিন আগে রাস্তার ধারে একটি পিকআপ ভ্যানে দাঁড়িয়ে থাকা একটি গরুর ছবি তুলেছিলাম। তীব্র দাবদাহে গরুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। বোবা প্রাণীর সেই অসহায় দৃশ্য আমার মন ছুঁয়ে গেছে। ছবিটির ক্যাপশনে লিখেছিলাম, "আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে?"
এই ছবিটি ফেসবুকে শেয়ার করার পর কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। আমাকে চামড়ার ব্যবসায়ী, এমনকি গরু বলেও গালি দেয়। কেউ কেউ বলতে শুরু করে, আমি নিয়মিত গরুর মাংস খাই।
আমি কখনোই বলেছি না যে আমি গরুর মাংস খাই না, অথবা অন্যদের গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখতে চাই। একজন প্রাণীর যন্ত্রণা দেখে যে কেউই আবেগপ্রবণ হতে পারে। আমি একজন প্রকৃতি ও প্রাণীপ্রেমী, আমার এই পরিচয় ফেসবুকের একটি পোস্টেই প্রমাণ করা যাবে না।
এই ঘটনা আমাকে আরও বেদনাহত করেছে। তবে আমি এই বেদনাকে শিল্পে রূপান্তর করতে চাই। হয়তো এটি একটি কবিতা, গল্প অথবা চিত্রকর্ম হতে পারে। শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করা যাবে না। সমালোচনা ও বিদ্বেষের তীরগুলো আমি সাদরে গ্রহণ করছি, কারণ এগুলোই আমাকে একজন শিল্পী হিসেবে আরও পরিপূর্ণ করে তুলবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!