কল্পনা করুন, আপনার পায়ের নিচে শূন্যতা, আরও নীচে সবুজাভ পৃথিবী। আপনি খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন সূর্যোদয়, মাথার উপরে উজ্জ্বল তারা, এবং কখনও কখনও খুব কাছ দিয়ে ছুটে যেতে দেখছেন উল্কা। এমন মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি চুমুক দিচ্ছেন সুস্বাদু পানীয়তে। বিস্ময়কর মনে হলেও এমন অভিজ্ঞতা আপনার হতে পারে আগামী বছরেই!
নিউইয়র্কের 'স্পেসভিআইপি' নামে একটি পর্যটন সংস্থা পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে ভাসমান এক রেস্তোরাঁ খুলতে যাচ্ছে। রেস্তোরাঁটি দেখতে হবে অনেকটা বেলুনের মতো। ছয় ঘণ্টার জন্য এই হাইটেক স্পেস-বেলুনে মহাকাশ-সফরে নিয়ে যাওয়া হবে অতিথিদের। তবে এই অভাবনীয় অভিজ্ঞতার জন্য জনপ্রতি গুনতে হবে প্রায় ৫ লাখ ডলার।
আপাতত রেস্তোরাঁটিতে ছয় জনের জন্য টেবিল থাকবে। চারপাশে বড় বড় জানালা থাকবে যাতে অতিথিরা দূরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন। ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উচ্চতায় বসে সূর্যোদয় দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। রেস্তোরাঁটিতে ওয়াইফাইও থাকবে। ফলে কেউ চাইলে মহাকাশ থেকেই লাইভস্ট্রিম করতে পারবেন, বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!