হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপনকালে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে বীমা ক্ষেত্রে ব্যাপক স্বচ্ছতা ফিরেয়ে আনা হয়েছে। অন্যান্য খাতের সঙ্গে তাল মিলিয়ে এ শিল্পকে করা হয়েছে আধুনিকায়ন। ভবিষ্যত প্রজন্মের উন্নতির জন্য প্রত্যেক নাগরিককে বীমার আওয়াতায় আনা প্রয়োজন।
তিনি বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীমা কোম্পানীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। “করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বীমা দিবস উপলক্ষে শুক্রবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোনা সভায় সভাপত্বি করেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, সেক্রেটারী মামীম আহমেদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এজেডআই আনোয়ার হোসেন আলতু ও নিলুফা আক্তার, এজিএম এহসানুল মাহবুব, নাজমা আক্তার, রাশনো আক্তার, সীমা আক্তার ও আল বাহার বেগম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মোছাঃ বিউটি আক্তার প্রমুখ।
এছাড়া বীমা কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়াদ পূর্ণ হওয়া ন্যাশনাল ইন্সুরেন্সের গ্রাহকদের মাঝে বীমা দাবী চেক বিতরণ করেন সভাপতি ও অতিথিবৃন্দ।
মন্তব্য করার জন্য লগইন করুন!