২০২৫ সালের হজযাত্রীদের জন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত সোমবার (২৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
জারিকৃত পত্রে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা, আরাফাহ ও মুজদালিফায় হাজীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে। এসব কোম্পানি হজযাত্রীদের তত্ত্বাবধান, তাঁবুতে বিছানা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদানের দায়িত্বে থাকবে।
এছাড়া মক্কা ও মদিনায় হোটেলে হাজিদের অভ্যর্থনা ও বিদায় জানানো এবং তাদের পাসপোর্ট সংরক্ষণের দায়িত্বও কোম্পানিগুলোর অধীনে থাকা মোয়াল্লেমরা পালন করবেন।
সৌদি ই-হজ প্ল্যাটফর্মে তালিকা:
হজ এজেন্সিগুলো অনুমোদিত এই ৩৫টি কোম্পানির নামের তালিকা Nusuk Masar নামক সৌদি ই-হজ প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবে।
চুক্তির শর্তাবলী:
ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোকে পরামর্শ দিয়েছে, চুক্তি করার আগে কোম্পানির অতীত সেবার মান, হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় অবস্থানের নিশ্চয়তা ভালোভাবে যাচাই করতে হবে। চুক্তির শর্তাবলী ভালোভাবে দেখে তবেই তা সম্পাদন করতে বলা হয়েছে।
হজযাত্রীদের সেবা মান নিশ্চিতের প্রতিশ্রুতি
সরকার হাজিদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে হজ এজেন্সি এবং সেবাদানকারী কোম্পানির মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়।
আপনার হজ এজেন্সির সঙ্গে চুক্তি সম্পাদনের আগে এসব বিষয় নিশ্চিত করুন।
মন্তব্য করার জন্য লগইন করুন!