আগামী বছরের রমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হতে পারে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
গালফ নিউজের শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই গণনার ভিত্তিতে রমজান ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে এবং ৩০ দিন চলতে পারে।
সব হিসাব মিলিয়ে ২০২৬ সালে শাওয়ালের প্রথম দিন ও ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চাঁদ দেখা কমিটি কাছাকাছি সময়ে ধর্মীয় উৎসবটির চূড়ান্ত ঘোষণা দেবে।
লগইন
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!