গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াতি কাজে নিয়োজিত হতে ১,৪৬৫টি জামাত রওনা দিয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবলিগ জামাত বাংলাদেশের আলমি শূরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশি ও বিদেশি জামাতের সংখ্যা
মিডিয়া সমন্বয়ক জানান, প্রথম পর্বের ইজতেমা শেষে মোট ১,২৭১টি দেশীয় জামাত বের হয়েছে। এর মধ্যে—
- ৩ চিল্লার জন্য: ৯০টি জামাত
- ১ চিল্লার জন্য: ১,১১০টি জামাত
- ১০ থেকে ১৫ দিনের জন্য: ৭১টি জামাত
এছাড়া, বিদেশি জামাতের সংখ্যা ৯৭টি। এর মধ্যে—
- আরব জামাত: ২০টি
- উর্দু জামাত: ২৬টি
- ইংরেজি জামাত: ৫১টি
বিদেশগামী দাওয়াতি জামাতের মধ্যে ২ মাসের মাস্তুরাত জামাত ৪০টি এবং ৪ মাসের জামাত ৪৯টি রয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
৫৮তম বিশ্ব ইজতেমা আলমি শূরার অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে, যেখানে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আজ ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।
বিশ্ব ইজতেমা থেকে ইসলামের দাওয়াতি কাজে দেশ-বিদেশে জামাত প্রেরণের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ!
মন্তব্য করার জন্য লগইন করুন!