ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ইসলামি বইমেলা জমে উঠেছে
দেশের ৬০টিরও বেশি প্রকাশনী ও নারীপ্রহরসহ বিশেষ আয়োজন নিয়ে জমে উঠেছে ময়মনসিংহের ইসলামি বইমেলা ২০২৫। টাউন হল প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
ময়মনসিংহে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা। সীরাত গবেষণা ও সাহিত্য প্রচারে কাজ করা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্র এই মেলার আয়োজন করেছে। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে মেলাটি শুরু হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলা। দেশজুড়ে পরিচিত ৬০টিরও বেশি অভিজাত প্রকাশনী এতে অংশ নিয়েছে। পাশাপাশি মিসর, বৈরুত ও পাকিস্তানের বিখ্যাত কয়েকটি প্রকাশনী থেকে আনা আরবি ও উর্দু বইও পাওয়া যাচ্ছে। শিশু-কিশোর থেকে গবেষক—সব ধরনের পাঠকের জন্য রয়েছে বিভিন্ন বইয়ের সমাহার।
নারীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘নারীপ্রহর’—সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময় শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত। অন্যান্য সময় সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা।
যদিও মেলার কার্যক্রম ১১ নভেম্বর শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৩ নভেম্বর বিকেল ৪টায়। আয়োজকদের মতে, ইসলামি বইপাঠের নতুন জোয়ার তুলতেই মেলার এই আয়োজন।
মেলার বিশেষ কার্যক্রম হিসেবে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘আলোচনা ও নাশীদ সন্ধ্যা’। এতে প্রধান অতিথি ছিলেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ ও জেলা প্রশাসক মো. মুফিজুল আলম। সভাপতিত্ব করেন মিজান ট্রাস্ট ও স্বাবলম্বীর চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ। শেষে জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দা মনোজ্ঞ পরিবেশনা করেন।
এ ছাড়া সীরাতচর্চা জনপ্রিয় করতে বিশেষ সীরাত গবেষণা সেশন ও অঙ্কন কার্যক্রম চলছে। নারীদের বই-পঠন উৎসাহিত করতে প্রতিদিন পাঁচটি বেস্টসেলার বইয়ে ৫০% ছাড় ঘোষণা করেছে আয়োজকরা।
লগইন
বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে ময়মনসিংহের ইসলামি বইমেলা ২০২৫ | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!