দেশের ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের জন্যও বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে মোট এক কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া, ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দুই কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শুধুমাত্র ঢাকা জেলায় ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে, বাকি অর্থ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এসব সহায়তা প্রদান করা হচ্ছে, যা ২০০১ সালে গঠিত হয়। এই ট্রাস্ট থেকে মারাত্মক দুর্ঘটনায় আহত, পঙ্গুত্ব বরণকারী বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। আকস্মিক মৃত্যু হলে পরিবারকে সহায়তা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা কল্যাণমূলক কাজ পরিচালিত হয়।
সরকারের এই উদ্যোগ দেশের ধর্মীয় নেতাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!