হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেছেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। মান-সম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকরা বই পড়ে আলোকিত হলে শিক্ষার্থীরা আলোকিত হবে। বই পড়ার মধ্য দিয়ে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করতে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।
তিনি নবীগঞ্জ শহরের যানজটসহ সকল সমস্যা দূরকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সবার নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমস্যা দূর করা সম্ভব।
জেলা প্রশাসক আরও বলেন, তিনি হবিগঞ্জ জেলাকে বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে তোলে ধরতে সকলের সহযোগিতা কামনা করছেন।
এছাড়াও, অনুষ্ঠানে বক্তারা নবীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে দুই জন ক্যান্সার রোগীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেক প্রদান করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!