দেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও ছোট সীমান্তপথ ব্যবহার করে কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশ destabilize করার উদ্দেশ্যে অস্ত্র চোরাচালানে সক্রিয় হয়েছে। বিশেষ করে গত তিন মাসে সীমান্ত এলাকায় অস্ত্র জব্দের ঘটনা বেড়ে গেছে বহুগুণে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, এ সময় শুধু তাদের হাতেই উদ্ধার হয়েছে অর্ধশত অবৈধ আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।
গত তিন মাসে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ
১৬টি দেশি-বিদেশি পিস্তল
২টি রিভলভার
২টি এসএমজি
৫টি রাইফেল
১৬টি দেশীয় বন্দুক
৩টি শর্টগান
৩টি মর্টার শেল
৮টি হ্যান্ড গ্রেনেড
২৭টি দেশীয় অস্ত্র
২১টি ম্যাগাজিন
১০০৩ রাউন্ড গুলি
এর আগে ২০২৪ সালে (জানুয়ারি-ডিসেম্বর) বিজিবি উদ্ধার করেছিল আরও ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভারসহ বিপুল গোলাবারুদ।
সীমান্তকে টার্গেট করছে অস্ত্র চক্র
বিজিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত আগস্ট থেকে অস্ত্র কারবারিদের তৎপরতা বাড়তে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা ও কক্সবাজার সীমান্ত বেশি ব্যবহার হচ্ছে চোরাচালানের জন্য। বিভিন্ন পণ্যের আড়ালে এসব অস্ত্র আনা হয়, বিশেষ করে ছোট অস্ত্রগুলো।
দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি বনাঞ্চল ও সাগরপথও এখন এই অবৈধ বাণিজ্যের রুট হয়ে উঠেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।
মিয়ানমারের ভূমিকা ও সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা
বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো মূলত মিয়ানমার থেকে আসছে। রাখাইন রাজ্য আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর সশস্ত্র গোষ্ঠীটি মাদক ও অস্ত্র চোরাচালানে সক্রিয় হয়েছে।
তিনি আরও জানান, গত ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি সীমান্ত থেকে ২৮ লাখের বেশি ইয়াবা, প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮৮ কোটির বেশি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। একই সময়ে ২২টি দেশি-বিদেশি অস্ত্রসহ কয়েকজনকে আটকও করা হয়েছে।
তথ্য দেওয়ার আহ্বান
অস্ত্র চোরাচালান ঠেকাতে সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে অস্ত্র কারবারিদের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
মন্তব্য করার জন্য লগইন করুন!