চাঁদপুর প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ-( ২২ই অক্টোবর ২০২৩)। প্রতি বছরের ন্যায় (২২ ই অক্টোবর-) এই দিনটিতে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।
প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।চাঁদপুরেও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট "কামরুল হাসান" এর উপস্থিতিতে। এ সময় তিনি বেলুন উড়ানোর মধ্য দিয়ে একটি রেলির ব্যাবস্থা করেন এবং রেলিটি চাঁদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে পদচারন করেন।
পরে তিনি রেলি শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে গিয়ে সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দিয়ে বলেন- এবারের প্রতিপাদ্য বিষয় হলো- "আই মেনে সড়ক চলি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।"
আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যথেষ্ট ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলের দায়িত্ব আছে। এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনেও চারটি বিষয় জড়িত আছে। স্মার্ট সিটি, স্মার্ট সোসাইটি, স্মার্ট 'ল' , এবং স্মার্ট আইন। এই চারটি বিষয় নিয়েই স্মার্ট বাংলাদেশ তৈরি হবে। এছাড়াও জেলা প্রশাসক 'কামরুল হাসান ' বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি ও নিরাপদ সড়ক পেতে হলে দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসতে হবে । এছাড়াও তিনি তার বক্তব্যে আরও বলেন, একটি নিরাপদ সড়ক পেতে হলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে । তিনি আরো উল্লেখ করে বলেন- চালক, পেসেঞ্জার, জন সাধারণ, বি আর টি এ , ছাত্র- শিক্ষক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে আরো সতর্ক হওয়ার জন্য। সড়কে আর একটি প্রানও যেন না ঝরে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন "মোঃ আফজাল হোসেন" মোটরযান পরিদর্শন,বি আর টি এ চাঁদপুর , শেখ মহিউদ্দিন রাসেল - সাধারণ সম্পাদক (নিসচা) চাঁদপুর,সভাপতি- এম এ লতিফ,অতিরিক্ত পুলিশ সুপার ও অর্থ 'সুদীপ্ত রায়' , অতিরিক্ত জেলা প্রশাসক - জনাব মোস্তাফিজুর রহমান - (শিক্ষা ও আইসিটি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম পুলিশ সুপার চাঁদপুর)।
এছাড়াও চালক, সাধারন মানুষ,প্রশাসন, বি আর টি এ কতৃপক্ষ এবং ছাত্র - শিক্ষক সহ নানান শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ জনাব এম এ লতিফ (সভাপতি নিসচা - চাঁদপুর জেলা) তিনি তার বক্তব্য দিয়ে বলেন - পাঁচটি বিষয় সড়ক দুর্ঘটনায় ঝুঁকির কারণ ঘটায়। এগুলো হলো - শিশু আসন, হেলমেট, গতি, সিটবেল্ট এবং মধ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করা।
তাই আমাদের সকলের স্ব স্ব জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত রয়েছে। যেমন - পথচারি হিসেবে , যাত্রী হিসেবে, গাড়ি চালক , মোটরসাইকেল এবং প্রশাস ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে, অভিভাবক ও জন সাধারণ হিসেবে সকলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নিরাপদ সড়ক পেতে হলে। এই বলে তিনি তার বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!