মোঃ জসিম উদ্দিনঃ।।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা, সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি প্রতিনিধি জসিম উদ্দিন, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ, আহসান হাবীব পাটোয়ারী, আবু মুসা আল শিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, ফিরোজ বেপারী, মাহবুব আলম, বি এম নয়ন, মাহমুদুল হাসান, সাংবাদিক আকতার হোসেন সিহাব প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। ইতোমধ্যে সাংবাদিক সুরক্ষা আইনের যে খসড়ার বিষয়ে কথা হচ্ছে, তা সাংবাদিকদের নিয়ে তামাশা করার মতো।

আমরা সত্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে কলমের মাধ্যমে যুদ্ধ করে যাচ্ছি। সেখানে সুরক্ষার নামে এতো দুর্বল আইন দিয়ে অপরাধী ব্যক্তিকে দমন করা সম্ভব হবে না। আমরা চাই সঠিক আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিকদের কলমের দ্বার আরো স্বাধীন ভাবে চলার ব্যবস্থা করতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!