বিশিষ্ট ব্যবসায়ী, এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সময় তিনি ও তাঁর বোন বাবার শয্যার পাশে ছিলেন। মরদেহ আজই দেশে আনার চেষ্টা করা হচ্ছে।
চামড়া শিল্পের পথিকৃৎ ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী
শিল্প ও ব্যবসার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ মঞ্জুর এলাহী। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে বাংলাদেশের চামড়া শিল্পে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। তাঁর হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা প্রথমবারের মতো রপ্তানির যাত্রা শুরু করে।
১৯৭২ সালে ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে চামড়া ব্যবসায় যুক্ত হন তিনি। এরপর ১৯৭৬ সালে মাত্র ১২ লাখ ২২ হাজার টাকায় সরকার-মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে প্রতিষ্ঠা করেন এপেক্স ট্যানারি। এর ১৪ বছর পর চালু করেন এপেক্স ফুটওয়্যার, যা বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
শুধু ব্যবসা নয়, দেশের অর্থনীতিতে অবদান রাখতে নীতি নির্ধারক হিসেবেও কাজ করেছেন সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
মন্তব্য করার জন্য লগইন করুন!