চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় টামটা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আঃ মান্নানের অনুপস্থিতিতে কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল। সরজমিনে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক শামীম নিজেই সকল কাজ করছেন। খোঁজখবর নিলে জানা যায়, তিনি কম-বেশি দাখিলাও নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী দ্রুত ঘটনাস্থলে এসে সাংবাদিক সহ সকলকে ব্যাপারটি বুঝিয়ে দেন। তিনি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, পূর্বেও বিভিন্ন বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিসে দেখা গেলেও এবার তিনি কর্মকর্তাদের কড়া সতর্কতা ও হুশিয়ারি করেছেন। মিজান নামের এক ব্যক্তি বলেন, ভূমি অফিসের কার্যক্রম নিয়ে যদি সবসময় এমন সতর্কতা থাকে, তাহলে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সহজ হবে। উপস্থিত জনতা সহকারী কমিশনার (ভূমি) এর দ্রুত পদক্ষেপের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, চাঁদপুরের ৮টি উপজেলার মধ্যে শাহরাস্তি ভূমি অফিস সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং টার্গেট পূরণে সক্ষম হয়েছে। এর জন্য তিনি পুরষ্কারও পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম তাকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি জানান। এছাড়াও তিনি প্রকৃতি প্রেমী অফিসার হিসেবেও সাড়া জাগিয়ে তুলেছেন।
তিনি আরও বলেন, শাহরাস্তি উপজেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম চলমান। ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে কর পরিশোধ করছেন। অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইনেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়। এই বিষয়টি সকলকে জানাতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা, ক্যাম্পেইন, মাইকিং ও নোটিশ করা হচ্ছে। গণবিজ্ঞপ্তিও প্রদান করা হয়েছে।
তবে, সার্ভার জটিলতা ও ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে অনেক সময় অনলাইন রেজিস্ট্রেশন ও কর প্রদানে বিঘ্ন ঘটে। এর ফলে লাইনে দাঁড়িয়ে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!