হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১ মে সাড়ম্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস(মহান মে দিবস)পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে পৌর শহরে র্যালি বের করে। র্যালিগুলো শহর প্রদক্ষিণ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে সমবেত হয়। ওই মাঠে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সম্পাদক রমজান আলী, কৃষক লীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়,আ.লীগ সহ সভাপতি মুক্তার আলম, এডভোকেট শেখ ফরিদ, আ.লীগ নেতা শাহনেওয়াজ শানু, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু তাহের,পূজা উদযাপন পরিষদ নেতা সাধন বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম
পুতুল,শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আমজদ হোসেন, মোকসেদ আলী, আইয়ুব আলী, আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব পুরাতন এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। অপরদিকে নির্মাণ শ্রমিকসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে নিজ নিজ ব্যানারে র্যালি শেষে পৌর শহরের শিবদিঘি উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে র্যালিতে ইউএনও রকিবুল হাসান,ওসি সোহেল রানা অংশ নেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, কৃষক লীগ সভাপতি বাবর আলী,যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব, শ্রমিক নেতা, সুমন পাটয়ারি, মহসিন আলী, আলামিন,কবির হোসেনসহ অনেকে। শ্রমিকরা তাদের বক্তব্যে তাদের বিভিন্ন সমস্যাসহ সাংগঠনিক ঐক্যের অভাবের কথা তুলতে ধরেন। তারা তাদের সমস্যা সমাধানের জন্য নেতাদের সহযোগিতা কামনা করেন। নেতারা তাদের বক্তব্যে ঐতিহাসিক মহান মে দিবসের ইতিহাস
ও তার গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা শ্রমিকদের বিরাজমান সমস্যা সমাধানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হজরত আলী।
মন্তব্য করার জন্য লগইন করুন!