হুমায়ুন কবির, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৯ জানুয়ারি গভীর রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা পৌর শহরের স্বাধীন বসাক(৩০) যুবলীগ নেতা দোশিয়া গ্রামের মো: লুৎফর রহমান (৪৮)।
এ ব্যাপারে ওসি আরো জানান,থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে এবং তাদের নামে থানায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর - ৪ ধারা ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে এদিন দুপুরে জেলা জেল পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!