রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাতে একদল দুর্বৃত্ত চেম্বার শেষে বাড়ি ফেরার পথে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করে। অপরদিকে, গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে অপহরণ করে হত্যা করা হয়।
ডা. কাজেম আলী আহমেদ ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা ৬ টার দিকে তার চেম্বার থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেধে তাঁকে তুলে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, দুলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!