রংপুর-দিনাজপুর সড়কের দশলেয়শাহ এলাকায় মহেন্দ্রের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শুভ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে।
শুভ রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ। তখন দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা এক মহেন্দ্র ওই ভ্যানকে পেছনে এসে ধাক্কা দেয়। এতে শুভ পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহেন্দ্র চালক পলাতক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। মহেন্দ্র চালককে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লগইন
রংপুরে মহেন্দ্রের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, চালক পলাতক
মন্তব্য করার জন্য লগইন করুন!