ভোলায় একটি মাছ ধরার ট্রলার থেকে ২৪ কেজি ৯শ' গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এর সাথে জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতিটের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে নিশ্চিত করেন কোস্টগার্ড।
আজ সোমবার সন্ধ্যায় ভোলার শহরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দিক্ষণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
এসময় তিনি বলেন, আজ দুপুরের দিকে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার তেতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশী করা হয়। এসময় ওই ট্রলার থেকে ২৪ কেজি ৯শ' গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তবে এরসাথে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি নদীতীরে রেখে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, জব্দকৃত গাঁজা লালমোহন থানায় হস্তান্তর করা হবে,এবং কোস্টগার্ডের অভিযান নিয়মিত চলছে বলেও দাবী করেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!