ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ১৩ জুলাই সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাছির মাঝি গ্রামের ঢ়াড়ী বাড়ির সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে নাছির মাঝি গ্রামের ঢ়াড়ি বাড়ির সংলগ্ন খালে অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধ গলিত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খরব দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানান, গত ৬ জুলাই রাতের দিকে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরগাজী মেঘনা নদীতে ৫ জন শ্রমিকসহ একটি বালু কাটার ড্রেজার ঘটনার তিন দিন পর গতকাল মঙ্গলবার সকালের দিকে ডুবরী দল নিখোঁজ শ্রমিক সিয়াম ও মো: নুরে আলমকে ড্রেজারের ইঞ্জিন রুম থেকে উদ্ধার করলেও নিখোঁজ আছে মো: তানজিল, আরিফ, ও মো: হারুন নামে তিন শ্রমিক।
আজ শনিবার সন্ধায় উদ্ধার হওয়া ওই লাশ নিখোঁজ যেকোনো এক শ্রমিকের বলে তারা ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো: আব্দুল আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,যদি ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ কোন শ্রমিকের লাশ হয় তাহলে ডিএনএ রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!