ভোলার চরফ্যাসন উপজেলায় বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ফারিয়া(১৪) নামের এক তরুনীর আত্মহত্যা করেছে।
আজ সোমবার (১৫ জুলাই) সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের নাংলাপাতা গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
ওই তরুনী একই গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে ও আনঞ্জুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের চাচা মাকসুদুর রহমান জানান, নিহত ফারিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
আজ সোমবার সকালে মানুষিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পরিবারের সদস্যদের অগোচরে তরুনী ফারিয়া বসত ঘরের আড়ার সাথে গালায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা ঝুলন্ত দেখতে পেয়ে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ওসি মু.এনামুল হক জানান, এ তরুনীর আত্মহত্যার বিষয়টি স্পষ্ট এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরাতলে তরুনীর গলায় আঘাতের দাগ পেয়েছি।
লগইন
Suicide
মন্তব্য করার জন্য লগইন করুন!