কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার রাত ৯টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় ঘটে।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, মুন্সি শাহাদাতের বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও ৬টি বসতঘরকে গ্রাস করে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া উপজেলার ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।
এই অগ্নিকাণ্ডে অন্তত ১০টি পরিবার বেঘর হয়ে পড়েছে। তাদের তাৎক্ষণিক খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!