কক্সবাজার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও পাঁচজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রবিবার রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফের খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এর আগে রবিবার সকালে আরও নয়জন বিজিপি সদস্য এসেছিলেন।
রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। এর ফলে সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজমান।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, রবিবার সকালে হোয়াইক্যং সীমান্ত দিয়ে নয়জন এবং রাতে খারাংখালি সীমান্ত দিয়ে আরও পাঁচজন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৭৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে আসেন।
৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে মোট ৩৩০ জন মিয়ানমারী নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়।
টেকনাফ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!