হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, বড়বাজার প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, শিক্ষিকা সাধনা রাণী সূত্রধর প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের উপ প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আওলাদ মিয়া, ফজল উল্লা খান, আবুল মনসুর তুহিন, আসাদ মিয়া, আনসার ও ভিডিপি ইন্সট্রাাক্টর স্মৃতি রানী বীর, বানিয়াচং মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবু হানিফ বিন সাঈদ প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!