হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নওশাদ মিয়া (৫৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত নওশাদ মিয়া পেশায় একজন গ্রাম্য কবিরাজ ছিলেন। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী গ্রামে।
অভিযুক্ত ছোট ভাই জুহেদ মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দোয়াখানী গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র নওশাদ মিয়া ও জুহেদ মিয়া নামের আপন দুই ভাইয়ের মধ্যে বসত বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
উল্লেখিত ঘটনার সময় দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে জুহেদ মিয়া উত্তেজিত হয়ে বড়ভাই নওশাদ মিয়া কে ছুরিকাঘাত করলে নওশাদ মিয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল।
এই বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় এখনও মামলা হয়নি তবে মামলা পক্রিয়াধীন।
মন্তব্য করার জন্য লগইন করুন!