রূপসায় জুট মিলের আগুন নেভাতেই বাগেরহাটের ফকিরহাটে প্লাইউড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (০৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় অবস্থিত ওই প্লাইউড কারখানাতে সাহরির আগে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে কারখানাটির ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় প্লাইউড কারখানা ‘উডটেক’ এ সাহরির সময়ে আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডেম্পিং ডাউনের কাজ চলছে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ট ও সার্টারিং বোর্ড তৈরি করা হতো।
এই ঘটনায় স্থানীয়রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারখানাটিতে অনেক শ্রমিক কাজ করতেন। আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে যাওয়ায় শ্রমিকরা এখন বেকার হয়ে পড়েছেন।
এদিকে, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা দ্রুত কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!