মাসুম পারভেজ।। চাঁদপুরবাসীর কাঙ্খিত ও বহুল প্রতীক্ষিত চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১ প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনায় জেলা প্রশাসক চাঁদপুর উদ্যোগ গ্রহণ করেছেন।

বেজা'র অনুকূলে ভূমির দখল হস্তান্তরকরণ এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন বিষয়ক আলোচনার জন্য ৬ ই জুলাই ২০২৫ ইং রবিবার চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন দক্ষিণ বোরচর, মতলব উত্তর এর স্থানীয় প্রশাসন সহ জনগণের সাথে মতবিনিময় করেন।

আলোচনার মধ্যে অর্থনৈতিক অঞ্চল-১ প্রতিষ্ঠা হলে স্থানীয় জনগণ কি কি সুবিধা পাবেন এবং অত্র এলাকার কিরূপ উন্নতি হবে তার বিস্তারিত বিবরণ স্থানীয় অধিবাসীদের সামনে তুলে ধরা হয়।
পারিপার্শ্বিক দিক বিবেচনা করে স্থানীয় জনগণ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সরকারকে সকল ধরণের সহযোগিতা করবেন মর্মে সকল অংশীদারগণ সম্মতি জ্ঞাপন করেন।
উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের অংশীগণ
মন্তব্য করার জন্য লগইন করুন!