ঢাকা, ১০ মার্চ ২০২৫:
রাজধানী ঢাকার বনানী এলাকার চেয়ারম্যানবাড়ি সড়কে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে উপস্থিত পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়ে যানজট সৃষ্টি করেছেন। এ কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, পুরো এলাকা যানবাহন চলাচলের জন্য প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে বনানী এবং মহাখালী এলাকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও ভয়াবহ যানজট দেখা গেছে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার এবং আহত কর্মীর নাম সুমাইয়া আক্তার। সুমাইয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় কোন গাড়ি দায়ী, তা এখনো জানা যায়নি।
গোলাম ওয়াদুদ নামে এক বেসরকারি চাকরিজীবী জানান, তিনি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে অফিস যাচ্ছিলেন। তবে বনানীতে যানজটের কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেলে তিনি প্রায় এক ঘণ্টা হাঁটার পর তার কর্মস্থলে পৌঁছাতে সক্ষম হন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরকার প্রথম আলোকে জানান, সড়ক পার হওয়ার সময় শ্রমিকেরা দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন, যার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, শ্রমিকদের অবরোধ এখনও চলমান থাকায় রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!