বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহত শিক্ষার্থীরা হলেন হৃদয় সরকার (২০) ও শুভ শেখ (২০)। হৃদয় মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের সোলাইমান সরকারের ছেলে এবং শুভ একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে। গুরুতর আহত শিক্ষার্থী সাগর শেখ (২০), তিনি ওই গ্রামের শাহিন শেখের ছেলে। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবি তোলার কার্যক্রম চলছিল। নিহত তিনজন শিক্ষার্থী সেখানেই গিয়েছিলেন। ছবি তোলার পর বাড়ি ফেরার পথে রাজাপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় ও শুভ নিহত হন।
পুলিশের বক্তব্য
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মারা গেছেন। চাপা দেওয়া গাড়ির খোঁজ চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।
মন্তব্য করার জন্য লগইন করুন!