বগুড়ায় আজ মঙ্গলবার সকাল ৮টায় জামায়াতে ইসলামী শহর শাখার তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের ঘুনিয়াতলা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ঘুনিয়াতলায় এসে শেষ হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, "গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও অবাধ দুর্নীতির কারণে জনজীবন অতিষ্ঠ। সরকার এসব সমস্যা সমাধানে ব্যর্থ। তাই অবিলম্বে গ্যাস সংকট দূরীকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
মিছিলে জামায়াত ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জামায়াতের দাবিগুলো হলো:
গ্যাস সংকট দূরীকরণ,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন
মন্তব্য করার জন্য লগইন করুন!