ভ্রাম্যমান প্রতিনিধি।
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বাধীন গোপ নামে এক এসএসসি পরীক্ষার্থী (১৭) কিশোর আত্মা হত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,বানিয়াচং সদরের গোপ মহল্লার সুধাংশু গোপের ছেলে স্বাধীন গোপ ১৫ মার্চ শনিবার সকাল ১০ টার সময় ভিডিও কলে প্রেমিকাকে লাইভে দেখিয়ে ঘরের তীরে গলায় ফাঁস দেয়।
এসময় বোরখা হিজাব পরিধান করা এক কিশোরী দৌড়ে এসে চিৎকার করে জানায় স্বাধীন গলায় ফাঁস দিয়েছে। তাৎক্ষণিক পরিবারের সদস্য গিয়ে দেখে স্বাধীন ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। শুধাংশু গোপের প্রতিবেশী গোপ মহল্লার নুরু বলেন,একটি বোরখা হিজাব পরিহিত মেয়ে এসে চিৎকার করে ফাঁসের খবর দিয়ে দৌড়ে যেতে দেখেছি। তবে তার পরিচয় জানতে পারিনি।
পুলিশকে খবর দিলে,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!