নতুন সরকার নির্বাচনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে সাধারণ মানুষদের ভোট দিতে উত্সাহিত করছেন পাকিস্তানি তারকারা।
দেশটির জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা এফেন্দি ও তার স্বামী কানভার এফেন্দি তাদের ভোট দিয়েছেন। এরপর তারা ইনস্টাগ্রামে তাদের ছবি পোস্ট করেছেন। পোস্টে এ দম্পতি লেখেন, তারা এখন তাদের অধিকার পূরণ করছেন, জনগণেরও তাদের দায়িত্ব পালন করা উচিত।
পাকিস্তানের বিখ্যাত শোবিজ ব্যক্তিত্ব হিনা খাজা হায়াতও ভোট দেয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে হিনা লেখেন সর্বশক্তিমানের দয়ায় তিনি তার ভোট দিয়েছেন। এসময় হিনা দেশের জনসাধারণকে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে এবং তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে উত্সাহিত করেন।
এছাড়াও, আরও অনেক পাকিস্তানি তারকা ভোট দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তাদের মধ্যে রয়েছেন মাহিরা খান, ফাহাদ মুস্তফা, হুমায়ুন সায়েদ, আয়েশা ওমর, এবং আরও অনেকে।
তারা সকলেই দেশের মানুষকে ভোট দিতে এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন।
ভোটগ্রহণ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন আশা করছে যে ভোটারদের ভিড় ভালো হবে।
এই নির্বাচন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি দেশটির 15তম জাতীয় পরিষদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী ও সরকার নির্ধারিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!