ঢাকা, মঙ্গলবার (১২ নভেম্বর): বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত চাভুশি বাংলাদেশ সরকারের প্রতি ইরান সরকারের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার ইচ্ছার কথা জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিল বিদ্যমান যা সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।” তিনি জানান, ইরান বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করে, অন্যদিকে বাংলাদেশ ইরান থেকে এলএনজি আমদানি করে।
রাষ্ট্রদূত চাভুশি আরও বলেন, বিদ্যমান সুযোগ-সুবিধা ও সম্ভাবনা কাজে লাগালে দুই দেশের জনগণই উপকৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন ইরানের এই আগ্রহকে স্বাগত জানান এবং বলেন, "বাংলাদেশ আন্তর্জাতিক জাহাজ পরিবহনে সর্বদা আন্তর্জাতিক মান বজায় রেখে জাহাজ পরিচালনা করে থাকে।" তিনি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্প্রসারণের সুযোগের উপর গুরুত্বারোপ করেন।
এ সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!