স্টাফ রিপোর্টার - ইমরান হক বাপ্পি।।
সরকারি চাকরিতে নিষিদ্ধ সংগঠনের কোনও কর্মী যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান। গত বুধবার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারি গ্যাজেট প্রকাশের পর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে এ বক্তব্য তুলে ধরেন।
তিনি লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
আসিফ মাহমুদ বলেন, আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থী নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।
দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। ২০১৪ সালের বিধিমালা সংশোধন খসড়াও প্রস্তুত করা হয়েছে। তাতে চাকরির বয়স বাড়ানো ছাড়াও একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন, এমন বিধি ও উপবিধি সংযোজন হবে বলে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লগইন
নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না এবং একজন প্রার্থী সর্বোচ্চ ৩বার বিসিএসে বসতে পারবেন : উপদেষ্টা আসিফ মাহমুদ
মন্তব্য করার জন্য লগইন করুন!