logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।


সাইফুল ইসলাম জানান, গতকাল বিকেলের পর দুইটি গ্রুপে কয়েক শ লোক কারখানায় প্রবেশ করে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাঁদের বাধা দেওয়া সম্ভব হয়নি। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানার বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করছে, তবে সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কারখানায় প্রচুর প্লাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘রাত ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় টায়ার, রাবার এবং প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতর আটকে পড়া ১৪ জনকে আমরা উদ্ধার করেছি। তাঁরা কারখানার কর্মী ছিলেন না, বরং কারখানার মালামাল সরিয়ে নিতে এসেছিলেন। এখনও কেউ ভেতরে আটকে আছেন কি না, তা আগুন সম্পূর্ণ নেভার পরই নিশ্চিত হওয়া যাবে।’

আরও পড়ুন

আগুনের কবলে নারায়ণগঞ্জের কাঁচাবাজার, আতঙ্কিত স্থানীয়রা

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত

কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম আরও জানান, হামলার পর থেকে পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি। তিনি বলেন, ‘লুটপাট শুরুর পর থেকে থানাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছি, কিন্তু পুলিশ আসেনি। পরে সেনাবাহিনীর একটি দল কারখানার ফটকের সামনে আসে, তবে তারা ১০ মিনিটের বেশি দাঁড়ায়নি। আগুন লাগানোর পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আসে।’


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ছয়তলা ভবনে লুটপাট চালাচ্ছিল এবং নিচতলায় আগুন দেয়। ওই সময় ভবনের ওপরে কয়েকজন আটকা পড়েন, তবে তারা বের হতে পেরেছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।


গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী, যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, গতকাল ভোররাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন। এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী গ্রুপের রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।


সাইফুল ইসলাম জানান, গতকাল বিকেলের পর দুইটি গ্রুপে কয়েক শ লোক কারখানায় প্রবেশ করে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে

তাঁদের বাধা দেওয়া সম্ভব হয়নি। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানার বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করছে, তবে সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কারখানায় প্রচুর প্লাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘রাত ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় টায়ার, রাবার এবং প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায়